• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আফগানদের নিয়ে ভয়ে আছে পাকিস্তান 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৮:৪১ পিএম
আফগানদের নিয়ে ভয়ে আছে পাকিস্তান 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এক পা এগিয়েই রেখেছে পাকিস্তান। গ্রুপের সব চেয়ে দুই শক্তিশালী দেশকেই হারিয়েছে তারা। এরমধ্যে ভারতকে হারিয়েছে ১০ উইক🐼েটে আর কিউইদের হারিয়েছে ৫ উইকেটে। দুই দলকে হারালেও মাটিতেও পা রাখছে পাকিস্তানিরা। কারণ পরের ম্যাচে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রশিদ খানদের আফগানিস্তান। 

বিশ্বকাপে দারুণ ফর্মে আছে আফগানিস্তান। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানে উড়িয়ে দিয়েছে তারা। বিশাল ব্যবধাꦡনে জিতে নেট রান রেটে বড় লাফ দিয়েছে তারা। ꦐতাই পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ সাকলাইন মোস্তাক আত্মতুষ্টিতে ভুগছেন না। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সংবাদ মাধ্যমকে সাকলাইন মোস্তাক বলেন, “প্রথম দুই ম𒐪্যাচে ছেলেরা মনপ্রাণ দিয়ে খেলেছে। যে আত্মবিশ্বাস প্রথম দুই ম্যাচে জিতে আমরা পেয়েছি, সেটাকে এগিয়ে নিয়ে হবে আমাদের। যাদের বিপক্ষেই আমরা খেলি, সেটা আফগানিস্তা𓂃নই হোক বা অন্য কোনও দল। একই রকম মানসিকতা নিয়ে একই ধরনের ক্রিকেট খেলতে হবে। সেটা না করতে পারলে আমরাই ধাক্কা খাব।”

এবারের বিশ্বকাপে সেরা স্পিন আক্রমণ আফগানিস্তানের। আর তাদের ব্যাটাররাও জানে কিভাবে দ্র🍨ুত রান তোলা যায়। তাদের ভয়ডরহীন ক্রিকেট যেকোন দলের জন্যই বিপদজনক হতে পারে তা ভালো করেই জানা পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচের। 

সাকলা🍰ইন মোস্তাক বলেন, “ওরা শক্তিশালী দল। অনায়াসে জিতে যাব, এই ভাবনা আমাদের মধ্যে থাকাই🥀 উচিত নয়। ওদের বোলিং আক্রমণ অসামান্য, বিশেষত স্পিনাররা। এ ছাড়া ওরা যেভাবে খুশি ব্যাটিং করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলে। এ ধরনের দল বিপজ্জনক হয়ে উঠতে পারে যেকোন সময়।”

Link copied!